মো. আব্দুল কাদের সিকদার মির্জাপুর ,টাঙ্গাইল থেকে আমাদের প্রতিনিধি।
সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুর ঝর্ণা একাব্বর হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল পহেলা জানুয়ারি বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই বই বিতরণ করেন।
তথ্য মতে জানা যায়, সকাল থেকেই স্কুলে ভিড় জমাতে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সহ সকলেই উপস্থিত হয়ে নতুন ক্লাসে শিক্ষার্থীদের রেজাল্ট শিট যাচাই করে শিক্ষকরা হাতে তুলে দিচ্ছেন নতুন পাঠ্যবই।
এব্যাপারে মির্জাপুর ঝর্ণা একাব্বর হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশিমন সাংবাদিকদের বলেন, প্রতি বছরের মতো এ বছর আমরা সকল শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করতে পেরে আনন্দিত হলাম। অন্যদিকে শিক্ষার্থীরাও নতুন বছরের নতুন বই পেয়ে আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সকল শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে ভালো পড়াশোনা করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে।
dainiksomayersangbadbangla.com news media of ds shangbad ltd | ডি এস সংবাদ লিমিটেডের একটি প্রতিষ্ঠান © All rights reserved © 2025